পরিচিতি
আমাদের ওয়েবসাইট ঠিকানা : www.sumonsajjad.com। এটি কবি, গদ্যকার ও অনুবাদক সুমন সাজ্জাদের লেখালেখি বিষয়ক ব্যক্তিগত ওয়েবসাইট।
বিষয়বস্তু
সুমন সাজ্জাদের বিভিন্ন লেখা, ছবি ও ভিডিও কন্টেন্ট বা আধেয় হিসেবে www.sumonsajjad.com-এ প্রকাশিত হবে। এক্ষেত্রে তার ব্যক্তিগত পছন্দ প্রাধান্য পাবে। যাঁদের লেখা আইনিভাবে কপিরাইটমুক্ত তাঁদের লেখা/ ছবি/ চিত্রকর্ম/ সংগীত ইত্যাদি পুনঃমুদ্রণ/ পুনঃপ্রকাশ করা হবে। এছাড়া কপিরাইট আওতাভুক্ত অন্য কারো লেখা/ ছবি/ চিত্র/ সংগীত ইত্যাদি প্রকাশিত হবে সংশ্লিষ্ট ব্যক্তি, লেখক বা শিল্পীর অনুমতি সাপেক্ষে। এসব ক্ষেত্রে সুস্পষ্টভাবে উৎস বা ঋণ স্বীকার করা হবে। সাইট পরিচালক যেকোনো সময় যেকোনো কন্টেন্ট প্রত্যাহার করে নেয়ার অধিকার রাখেন।
স্বত্ব
এই সাইটে পরিবেশিত সুমন সাজ্জাদ রচিত-সৃষ্ট সকল লেখা/ ছবি/ ভিডিওর স্বত্ব সুমন সাজ্জাদের। এসব লেখা/ ছবি/ ভিডিও সুমন সাজ্জাদের অনুমতিক্রমে পুনঃমুদ্রণ/ পুনঃপ্রকাশযোগ্য। সেক্ষেত্রে সুস্পষ্টভাবে সূত্র উল্লেখ করতে হবে।
মন্তব্য
এই সাইটের বিভিন্ন কন্টেন্ট বিষয়ে মন্তব্য করা যাবে। কিন্তু আক্রমণাত্মক, আগ্রাসনবাদী, সহিংসতামূলক মন্তব্য কিংবা কোনো জাতি, গোষ্ঠী, ধর্ম, শ্রেণি, বর্ণ, লিঙ্গ, ভাষা বিষয়ে অবমাননামূলক কোনো মন্তব্য অনুমোদন করা হবে না। বাংলাদেশের সংবিধান ও আইন বিরোধী কোনো মন্তব্য করা যাবে না। কাউকে ব্যক্তিগতভাবে অসম্মান করে, অবমাননা করে মন্তব্য করা যাবে না। মন্তব্যে কোনো অডিও-ভিডিও কিংবা অডিও-ভিডিওর লিংক প্রদান করা যাবে না। অশ্লীল ও অমার্জিত কোনো ছবি কমেন্ট আকারে উপস্থাপন করা যাবে না। অশ্লীল ও অমার্জিত ভাষায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা যাবে না। ছদ্মনাম ব্যবহার করে মন্তব্য করা যাবে না। যেকোনো মন্তব্য বাতিলের অধিকার সাইট পরিচালক সংরক্ষণ করেন।
প্রাইভেসি
সাইট ব্যবহারকারীদের কোনো তথ্য এই সাইট সংরক্ষণ করে না। রাষ্ট্র বা আইন বিরোধী কোনো আচরণের জন্য মন্তব্যকারী/ সাইটব্যবহারকারী দায়ী থাকবেন। সেক্ষেত্রে আইনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্যবহারকারীর আইপি ঠিকানা, ইউজার নেম, ইমেইল ঠিকানা ইত্যাদি সুনিশ্চিত হওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। সাইট পরিচালক এসবের দায় বহন করবে না।