তুলনামূলক সাহিত্য নিয়ে বইটা লিখেছি প্রায় আট বছর ধরে। এই আট বছরে সংগ্রহ করেছি অজস্র বই, পত্রিকা, গবেষণা-প্রবন্ধ; টানা কাজ করি নি, ধীরে ধীরে জমা হয়েছে প্রবন্ধগুলো। কাজটি করেছিলাম পরিকল্পনামাফিক। কখনো কখনো নতুন ভাবনা যুক্ত হয়েছে। আমাদের দেশে এ বিষয়ে স্বতন্ত্র বা একক কোনো বই ছিল না। আমার চেষ্টা ছিল সহজভাবে ‘তুলনামূলক সাহিত্য’ বিষয়ক ধারণাকে প্রতিষ্ঠিত করা। কাজটি অনেক জটিল ছিল, কিন্তু চেষ্টা করেছিলাম সহজ করার।
মূলত বইটি লেখার মাধ্যমে তুলনামূলক সাহিত্যের সঙ্গে নিজের একটি বোঝাপড়া তৈরি করে নিতে চেয়েছিলাম।