এইচএসবিসি ও কালি ও কলম তরুণ লেখক পুরস্কার

পুরস্কার যে পেয়েছিলাম, সে খবর প্রায় ভুলতে বসেছি। প্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য নামক প্রবন্ধের বইয়ের জন্য ২০১১ সালে পেয়েছিলাম এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার। পুরস্কারের অর্থমূল্য ছিল এক লাখ টাকা। সে সময় বেশ বড় অংকের টাকাই ছিল। সঙ্গে ছিল ক্রেস্ট, মানপত্র আর এক বছরের কালি ও কলম পত্রিকা। প্রধান অতিথি ছিলেন সে সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় যাদুঘরে অনুষ্ঠানস্থলে ঢুকতে ঢুকতে আমাকে চমকে দিয়ে তিনি বলেছিলেন, ‘সুমন, তোমার প্রবন্ধের বইটি আমি পড়েছি। অনেক ভালো লিখেছো।’ কথাটি আমার তখনও বিশ্বাস হয় নি, এখনও বিশ্বাস হয় না। এদেশের মন্ত্রীরা, তার ওপর অর্থমন্ত্রীরা বই পড়বেন, এ কথা বিশ্বাস হতে চায় না। কিন্তু আমি জানি, আবুল মাল আবদুল মুহিত অত্যন্ত পড়ুয়া মানুষ ছিলেন। আমি তাঁকে পছন্দ করতাম।

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prev
অভিধান

অভিধান

বহু দিন ধরে অভিধানের খসড়া নিয়ে পড়ে আছি। ২০১৬ সালে পঞ্চাশ পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি

Next
রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার

রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ আমার অত্যন্ত প্রিয় গল্প। এত প্রিয় যে, গল্পটি

Total
0
Share