পুরস্কার যে পেয়েছিলাম, সে খবর প্রায় ভুলতে বসেছি। প্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য নামক প্রবন্ধের বইয়ের জন্য ২০১১ সালে পেয়েছিলাম এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার। পুরস্কারের অর্থমূল্য ছিল এক লাখ টাকা। সে সময় বেশ বড় অংকের টাকাই ছিল। সঙ্গে ছিল ক্রেস্ট, মানপত্র আর এক বছরের কালি ও কলম পত্রিকা। প্রধান অতিথি ছিলেন সে সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় যাদুঘরে অনুষ্ঠানস্থলে ঢুকতে ঢুকতে আমাকে চমকে দিয়ে তিনি বলেছিলেন, ‘সুমন, তোমার প্রবন্ধের বইটি আমি পড়েছি। অনেক ভালো লিখেছো।’ কথাটি আমার তখনও বিশ্বাস হয় নি, এখনও বিশ্বাস হয় না। এদেশের মন্ত্রীরা, তার ওপর অর্থমন্ত্রীরা বই পড়বেন, এ কথা বিশ্বাস হতে চায় না। কিন্তু আমি জানি, আবুল মাল আবদুল মুহিত অত্যন্ত পড়ুয়া মানুষ ছিলেন। আমি তাঁকে পছন্দ করতাম।